এই মুহূর্তে জেলা

অমানবিক বোন , অসুস্থ বোনকে দেখতে এলে থাকতে দিতে অস্বীকার সেই বোনের।

পূর্ব বর্ধমান,২৭ মার্চ:-  লক ডাউনের জেরে স্তব্ধ কালনা, তারি জেরে অসুস্থ বোনকে দেখতে হুগলি জেলার জিরাট থেকে পূর্ব বর্ধমানের কালনা এলে থাকতে দিতে অস্বীকার বোন, বাধ্য হয়ে লক ডাউনের ফাঁদে পরে দুদিন ধরে আটকে গিয়ে অম্বিকা কালনা স্টেশনের ফুটপাতে অসহায় দিন গোজরাচ্ছেন এক বৃদ্ধা।, অসহায় ওই বৃদ্ধার পাশে দাঁড়ালো বৃহস্পতিবার এক সিভিক ভলেন্টিয়ার, গোটা ভারত বর্ষ জুড়ে চলছে লক ডাউন, মানুষকে ঘর থেকে না বেরোনোর জন্য করোহাতে অনুরোধ করেছেন প্রধান মন্ত্রী, কিন্তু বিনা কারণে যারা বেড়িয়েছেন তাদের কে শক্ত হাতে নিচ্ছে প্রশাসন, এই প্রবেশের মধ্যে হুগলি জেলার জিরাট এলাকা থেকে পায়ে হেটে নিজের অসুস্থ বোন প্রভাতী হাঁড়িকে দেখতে কালনার হরিজন পাড়ায় আসেন আরতি হাঁড়ি।,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                এক বেলা থাকার পরেই দিদিকে নিজের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করেন বোন,। বাধ্য হয়ে বেরিয়ে পড়লো, কিন্তু যানবাহন না চলার কারণে দুদিন ধরে আটকে রইলেন অম্বিকা কালনা স্টেশনে, অসহায় ও অনাহারে দুদিন থাকার পর নজরে আসে কালনা জিআরপি সিভিক ভলেন্টিয়াদের, তাকে জিজ্ঞাসা করলে উঠে আসে তার পারিবারিক তথ‍্য, ক্ষুদার্থ এই বৃদ্ধাকে নিজের টিফিনের খাবারের অংশ দিয়ে সহযোগিতা করলেন সিভিক ভলেন্টিয়ার, প্রাথমিক ভাবে থাকার জন্য প্রসাশনের ওপর আস্থা অসহায় বৃদ্ধার।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.