এই মুহূর্তে জেলা

লকডাউনের সময় আবারও মহতি উদ্যোগ “চুঁচুড়া আরোগ্যর”।

হুগলি ,২৭ মার্চ:- লকডাউনের সময় আবারও মহতি উদ্যোগ “চুঁচুড়া আরোগ্যর”। চুঁচুড়ার এই স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য ইতিমধ্যেই করোনা মোকাবিলায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের বাড়ি-বাড়ি গিয়ে মাস্ক ও সাবান বিলি করেছে। এবারে একটানা ২১ দিন লকডাউনের ফলে অনেক অসহায় মানুষই খাদ্যসংকটে পড়বে। সে কথা বুঝতে পেরেই চুঁচুড়া আরোগ্য তাঁদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি বিজ্ঞপ্তি দেয়। আর এরপর থেকে সেই বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নাম্বারে একের পর এক ফোন আসতে থাকে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                   সেইমত আজ সকাল থেকেই ফোনে যোগাযোগ করা প্রত্যেকের বাড়িতে চাল, ডাল, আলু, নুন, তেল প্রভৃতি পৌঁছে দেওয়ার তোরজোর শুরু হয়ে যায় চুঁচুড়া কারবালায় আরোগ্যর সদর দপ্তরে । এবিষয়ে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত বলেন আমরা একটা স্বেচ্ছাসেবি সংগঠন। সমগ্র বিশ্ব এখন করোনার আতঙ্কর জর্জরিত। এসময় বাংলার মানুষের জন্য যখন মুখ্যমন্ত্রী পথে নামতে পারে তখন আমাদের মত সংগঠনেরও এগিয়ে আসা উচিত। তিনি বলেন চুঁচুড়াবাসী আমাদের সাথে যোগাযোগ করলে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার পাশাপাশি চুঁচুড়ার প্রবীন নাগরিকদের জন্য অামরা লকডাউনের কদিন বিনা ব্যায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ারও ব্যাবস্থা করেছি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.