এই মুহূর্তে জেলা

চিকিৎসা করাতে ব্যাঙ্গালোরে এসে লকডাউনে আটকে হাওড়ার পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হোক।


 

হাওড়া,২৬ মার্চ:- দেশ জুড়ে টানা ২১ দিন লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে ব্যাঙ্গালোরে শিশু সন্তানের চিকিৎসা করাতে এসে সেখানে আটকে পড়েছেন হাওড়ার সালকিয়ার একটি পরিবার। ৬ জনের এই পরিবারের সকলেই হাওড়ার সালকিয়ার ত্রিপুরা রায় লেনের বাসিন্দা। ওই পরিবারটি জানিয়েছেন, তারা গত ১১ তারিখে এসেছিলেন ব্যাঙ্গালোরে। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা হয় শিশুটির। এদের ফেরার কথা ছিল ২১ তারিখে। ২০ তারিখে চিকিৎসার পর ২১ তারিখের ট্রেনে বাড়ি ফেরার টিকিট কনফার্ম ছিল এদের। কিন্তু রবিবার রাতে জনতা কার্ফুর পর ফের সোমবার থেকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে সেখানেই আটকে পড়েন ওই পরিবার। কয়েকদিনের জন্য সেখানে থেকে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভেবেছিল পরিবারটি। কিন্তু পরে সেই লকডাউন বেড়ে টানা ২১ দিন হয়ে যাওয়ায় এরা অসুবিধার মধ্যে পড়ে যান। এরফলে এরা পরিবার নিয়ে আটকে পড়েন সেখানে। ফেরার মতো এখন তাদের হাতে টাকাপয়সাও নেই। ফলে পরিবারটির আবেদন তাদের যেন যেভাবে হোক হাওড়ার বাড়িতে ফেরার বন্দোবস্ত করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন সালকিয়ার এই পরিবারটি। ব্যাঙ্গালোর থেকে হাওড়া সালকিয়া বাড়িতে ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছেন সরকারের কাছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.