তরুণ মুখোপাধ্যায়,২৬ মার্চ:- প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।এদিন সকাল থেকে তাঁর নিজস্ব উদ্যোগে এলাকার বিভিন্ন গরিব মানুষদের মধ্য চাল বিলি করলেন ।শুধু গরীব মানুষদের বাড়ি নয় এলাকার বিভিন্ন মন্দির এবং মসজিদ কতৃপক্ষের হাতে তিনি চাল তুলে দেন যাতে সেখান থেকে গরিব মানুষ সেই চাল পেতে পারেন এছাড়াও এদিন সুবীর ঘোষ এর উদ্যোগে এলাকার বিভিন্ন রেশন দোকান এবং ওষুধের দোকানে বাইরে মার্কিং এর ব্যবস্থা করেন। যাতে একসঙ্গে হুড়োহুড়ি করে কোন মানুষ জিনিসপত্র না নিতে পারেন লোক ডাউনের নিয়ম অনুযায়ী একসঙ্গে বেশি লোক না জড়ো হতে পারেন তার জন্য তিনি এই ব্যবস্থা করেন।
Related Articles
মহতি উদ্যোগ জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- এক মহতি উদ্যোগ গ্রহন করল হুগলির এক স্বেচ্ছাসেবী সংস্থা জ্যেতিকিরন ওয়েল ফেয়ার অরগানাইজেশান। সোমবার মগরার গজঘন্টা প্রাইমারি স্কুলের কাছে থ্যালাসেমিয়া রুগিদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করল। এই অনুষ্ঠানের উদবোধন করেন পঞ্চায়েত সদষ্য সুরজিত চক্রবর্তী। ছিলেন সংস্থার সভাপতি অজয় চৌবে সহ সভাপতি কল্লোল কুন্ডু সম্পাদক তপতী ভট্টাচার্য কোষাধ্যক্ষ শুক্লা মুখার্জি ও অন্যান্যরা। প্রথমে […]
বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২১ নভেম্বর:- বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। ব্যান্ডেলের নলডাঙ্গা মাঠে আজ সকালে সুতোলি প্যাচানো তিন-তিনটি বোমার ন্যায় জিনিস দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান সেগুলি বোমা। তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সামনেই প্রাথমিক বিদ্যালয়। তাই ওই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় রীতিমত আতঙ্কিত […]
পুলিশের নজরদারিতে হাওড়ার রাস্তাঘাটে প্রকৃত লকডাউনের ছবি চোখে পড়ছে।
হাওড়া,২৩ এপ্রিল:- লকডাউন পালন করতে হাওড়ার হটস্পটগুলিতে কড়া করা হয়েছে পুলিশি ব্যাবস্থা। রাস্তায় চলছে নাকা চেকিং। বাজারেও রয়েছে কড়া নজরদারি। বাজার করতে আসা সকলকেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বারবার অবগত করানো হচ্ছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, নজরদারি আরও বাড়ানো হয়েছে। লকডাউন ভাঙলেই গ্রেপ্তার করা হচ্ছে। চলছে রূটমার্চও। জমায়েত রূখতে ও দূরত্ব […]