কোচবিহার,২৪ মার্চ:- গানে গানে মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকা পরিচ্ছন্নতার কাজে নামল বিজেপির কর্মীরা। কোচবিহার শহরের ১ নং ওয়ার্ডের মাণ্টু দাস গুপ্ত পল্লী এলাকায় কীটনাশক প্রয়োগের পাশাপাশি গানের সুরে সচেতনতার বার্তা দেয় তারা। তাঁদের অভিযোগ, পরিচ্ছন্নতার অভাব রয়েছে কোচবিহার শহরে। এই সঙ্গে তাঁদের দাবী, কোচবিহার শহর সামান্যতম নাগরিক পরিষেবা পাচ্ছে না সাধারন মানুষ। ১ নং ওয়ার্ড সব দিক থেকে বঞ্চিত রয়েছে। তাই পরিবেশকে পরিচ্ছন্ন করতে বাধ্য হয়ে পথে নামতে হয়েছে দলীয় কর্মীদের। এবিষয়ে কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা বলেন, এই সংকট কালে আমরা মানুষের পাশে রয়েছি। দলীয় কর্মীরাও বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কাজে হাত মিলিয়েছে। আমরা দলের পক্ষ থেকে লক ডাউন মেনে চলার আহ্বান জানাচ্ছি সকলকে।