এই মুহূর্তে জেলা

মিষ্টির দোকান বন্ধ করতে গিয়ে তৃনমুল কাউন্সিলের বাঁধার মুখে পুলিশ, গ্রেফতার কাউন্সিলর পরে জামিন।


 

প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- করোনার জেরে রাজ্যে গতকাল থেকেই সরকারি নির্দেশে লকডাউনে চলছে।অভিযোগ সেই লকডাউনকে উপেক্ষা করেই অবৈধভাবে কোন্নগরে একটি মিষ্টির দোকানকে বন্ধ করতে গিয়ে শাসকদলেরই এক কাউন্সিলের বাঁধার মুখে পরতে হলো পুলিশকে।সকালেই কোন্নগর ফাঁড়িতে খবর যায় দেশপ্রাণ মিষ্টান্ন ভান্ডার দোকানটি খোলা রয়েছে, এবং সেই দোকানে রতিমত ভিড় রয়েছে খদ্দেরদের ।সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।কোন্নগর ফাঁড়ি ও উত্তরপাড়া থানার পুলিশ সেই মিষ্টির দোকান বন্ধ করতে গেলে অভিযোগ সেই সময় কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব পুলিশকে দোকান বন্ধের জন্য বাঁধা দেয়।এরই পাশাপাশি পুলিশ কে হেনস্থা পর্যন্ত করে ওই কাউন্সিলর।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                   রাজ্যের শাসক দলের কাউন্সিলরের এই ভূমিকায় হতচকিত হয়ে যায় এলাকাবাসীরা। নিন্দার ঝড় ওঠে সব মহলে।এর পরই পরিস্থিতি বিচার করে কড়া পদক্ষেপ নেয় পুলিশ।আইপিসি /১৮৮ এবং অন্যান্য ধারায় মামলায় অভিযুক্ত কাউন্সিলর কে গ্রেফতার করা হয়। কিন্তু তাতেও দমে যায়নি অভিযুক্ত ঐ কাউন্সিলর।পুলিশ সুত্রে খবর থানাতেই নিজের ঔদ্ধত্য বজায় রাখতে পুলিশকে হুমকির সাথে নানা খারাপ ভাষা প্রয়োগ করে সে।ফোন করে দলের অন্যান্য নেতাদের জানানোর চেষ্টা করলে পুলিশ সেই ফোন টি কেড়ে নেয়। কোন্নগরের সাধারণ মানুষের অভিযোগ জন প্রতিনিধি হয়ে যদি আইন না মানে তাহলে সাধারণ মানুষ কি শিক্ষা নেবেন ওনার থেকে। পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন কোন্নগরের বিশিষ্ট মানুষেরা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.