হুগলি,২৩ মার্চ:- সকাল থেকেই বাজারে পর্যাপ্ত পরিমানে সাপ্লাই নেই আলু, বেলা গড়াতেই বাজার থেকে ভ্যানে করে সাপ্লাই করা আলু আটকালো স্থানীয়রা। শ্রীরামপুর পাঁচুবাবু বাজারের ঘটনা।শ্রীরামপুরের এই বাজারে সকাল থেকেই চলছিল সব্জির সাথে আলু কেনার ভিড়। খুচরো ব্যবসায়ীরা জানান বাজারেরই এক পাইকারি ব্যাবসায়ীকে অর্ডার দিয়েও চাহিদা অনুযায়ী আলুর যোগান দেয়নি সে।এমনকি স্থানীয় একটি স্কুলের জন্য মিড মিলের আলু চেয়েও দেয়নি অভিযুক্ত পাইকারি ব্যাবসায়ী। কিন্তু বেলা গড়াতেই দেখা যায় ভ্যান ভর্তি আলু ও পেঁয়াজ অন্যত্র নিয়ে যাচ্ছে ঐ পাইকারি ব্যাবসায়ী।ক্ষোভে ফেটে পরে ঘটনাস্থলেই বাজারের মুখেই ভ্যান আটকায় এলাকায় বাসিন্দারা ও খুচড়ো বাজার ব্যাবসায়ীরা।তাদের দাবি অবিলম্বে এই বাজারে আগে আলু যোগান দিতে হবে। কিন্তু রাজি তাতে রাজি হয়নি অভিযুক্ত ঐ পাইকারি ব্যাবসায়ী। বচসার মাঝেই ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ আসে ,এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।