হাওড়া , ২৩ মার্চ:- ভিন রাজ্য থেকে শহরে ফিরেছেন বা বিদেশ থেকে এসেছেন এমন ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিতে এবার থেকে প্রয়োজনে জন প্রতিনিধিদেরও সাহায্য নেবে হাওড়া জেলা প্রশাসন। প্রতিটি ব্লক, পঞ্চায়েত বা পুর এলাকার ওয়ার্ড গুলিতে বাইরে থেকে এই ক’দিনে কারা এসেছেন তা জানতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছে জেলা প্রশাসন। এ বিষয়ে কাজ করবে টাস্ক ফোর্সও। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে বাইরে থেকে ফিরে কেউ কেউ ঠিকঠাক তথ্য জানাচ্ছেন না। এই ব্যাপারেই আরও সতর্ক হচ্ছে প্রশাসন। এলাকাবাসীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত হাওড়ায় বিদেশ বা ভিন রাজ্য থেকে আসা ৭১৬ জনকে হোম-কোয়ারেণ্টিনে রাখা হয়েছে। এছাড়াও ডুমুরজলা কোয়ারেণ্টিন কেন্দ্রে এখনও পর্যন্ত ১৪ জনকে রাখা হয়েছে। এর সঙ্গে সর্দি জ্বর ও কাশি সহ করোনার উপসর্গ থাকা ৬ জনকে হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।