এই মুহূর্তে কলকাতা

রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১।

 

প্রদীপ সাঁতরা , ২২ মার্চ:-  রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১ , বিশ্বে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল , আক্রান্তের সংখ্যা তিন লাখ। রবিবার জনতা কারফিউয়ের দিনেই তিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যু হল । আজ সকালেই বিহারের এক যুবকের মৃত্যু হয় এই ভাইরাসের আক্রমণে । দ্বিতীয় জন মহারাষ্ট্রে , তৃতীয় জন হলেন গুজরাটের সুরাটের বাসিন্দা । বিহারের যুবকটির সঙ্গে কলকাতা যোগ রয়েছে । সম্প্রতি তিনি কলকাতা ঘুরে গেছেন । তাই মৃত্যুর খবরে উদ্বিগ্ন কলকাতাবাসী । সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭ ।

There is no slider selected or the slider was deleted.

শুরুতে সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু সময় যত পেরোচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভারতে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন। যে ভাবে সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, তাতে গোটা দেশে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সংক্রমিত হওয়া ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ইউরোপীয় দেশগুলোর মতো যাতে সংক্রমণ হু হু করে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জনতা কার্ফু’। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের এই পদক্ষেপে ব্যাপক সাড়াও মিলছে রবিবার সকাল থেকেই।

There is no slider selected or the slider was deleted.

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। সংক্রমণের দিক থেকে শীর্ষেই রয়েছে চিন। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইটালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৪ হাজার। তবে মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইটালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের। সংক্রমণ ছড়িয়েছে ১৭১টি দেশে।

There is no slider selected or the slider was deleted.