হুগলি , ১৯ মার্চ :- গত ২ রা মার্চ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বাংলার গর্ব মমতা কর্মসুচি প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃনমুল কর্মীদের জন্য এই কর্মসুচি বেঁধে দেওয়া হয়। এবার সেই কর্মসুচির সঙ্গে যোগ হলো মিষ্টিতে তৈরী বাংলার গর্ব মমতা। শ্রীরামপুর বটতলার একটি মিষ্টির দোকানে বাংলার গর্ব মমতা মিষ্টি তৈরী করা হয়েছে। শ্রীরামপুরের তৃনমুল কর্মীরা এই মিষ্টির অর্ডার দেয়। একবারে ক্ষীরের তৈরী এই মিষ্টিতে মজেছে জেলার তৃনমুল কর্মীরা। শুধু শ্রীরামপুরের নয় ব্যান্ডেল , বৈদ্যবাটি, উত্তরপাড়া, কোন্নগর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার অনুযায়ী এই মিষ্টি নিয়ে যাচ্ছে। দোকানের মালিক সুশান্ত কর্মকার জাানান বছরের বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে মিষ্টি তৈরী করে থাকি। এবারেও কিছু তৃনমুল নেতৃত্ব আমাকে এই বাংলার গর্ব মমতা নামে মিষ্টি তৈরীর দায়িত্ব দেয়, তাই এই মিষ্টি তৈরী করলাম, এতে ভালোই সারা পাচ্ছি। মিষ্টি নিতে আসছে যারা তারাও খুব খুশি। এদিকে দোকানে এই বিশেষ মিষ্টি নিতে আসা এক তৃনমুল কর্মী জানান খুব কাজে লাগছে এই মিষ্টি, একটু অভিনব চিন্তা, যখনই কোনো সম্মলনে হচ্ছে এই মিষ্টিটাকে সামনে রাখছি। দারুন প্রশংসা পাচ্ছি । এই মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি ,সারা পাচ্ছি ভালো।