এই মুহূর্তে জেলা

মাস্ক নিয়েই চলছে কালোবাজারি।

হুগলি,১৬ মার্চ :-  কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ।সারা দেশজুড়ে করোনা আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মত করোনা থেকে বাঁচতে এখন “মাস্ক” অপরিহার্য। কিন্তু সেই মাস্ক নিয়েই কালোবাজারি শুরু হয়েছে দেশজুড়ে। করোনা আক্রান্তের তালিকায় পঃবঙ্গ এখনও নাম না তুললেও মাস্কের কালোবাজিরর তালিকায় কিন্তু অনেককেই হার মানাতে শুরু করেছে। হুগলি জেলাতেও শুরু হয়েছে কালোবাজারি। এখানে ২০টাকার সাধারন মাস্ক মিলছে প্রায় ১০০টাকায়। ৮০টাকার মাস্ক মিলছে ৩০০ থেকে সাড়ে তিনশো টাকায়। তাও ঔষধের দোকানে মাস্ক মিলছে না। হুগলির বিস্তির্ন প্রান্তের চিত্রটা একইরকম। বৈদ্যবাটি পুরসভা এবারে দোকানে দোকানে হানা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.