দ:২৪পরগনা,১৫ মার্চ :- বেহালা থেকে জিবনতলা থানার ঘুটিয়ারি শরীফ এ এক বন্ধুর ভাড়া বাড়িতে বেড়াতে আসে সপরিবারে। আর সেই বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল মাঝ বয়সী যুবকের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জিবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায় । মৃত যুবকের নাম, রাহুল হালদার (৩৫)। ঘটনা সূত্রে, আজ সকালে রাহুল ও তার স্ত্রী সহ দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসে বন্ধুর বাড়িতে। আর বন্ধুর ভাড়া বাড়িতে জলে জলে পড়ে থাকতে দেখে তার স্ত্রী সহ উন্নয়ন প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে কেন হাসপাতালে। সেখানে চিকিৎসক দেখার পর তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ। । তবে একটি প্রশ্ন চিহ্ন রয়ে গেল, বন্ধুর ভাড়া বাড়িতে জলে ডুবে মৃত্যু হল এক মাঝ বয়সী যুবকের, নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন রহস্য। এরপর ওই ভাড়া বাড়ির মালিক কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ক্যানিং থানার পুলিশ। খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে ক্যানিং থানা পুলিশ।