এই মুহূর্তে জেলা

করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন।

 

মালদা,১৪ মার্চ :-  করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রাখা হয়েছে তাদের। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত নতুন আরও একটি ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে মালদা মেডিক্যালে। ইতিমধ্যেই জেলা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। উদবিগ্ন জেলা প্রশাসন। স্বাস্থ্য দফতর ও মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী বৈঠকে বসেন জেলা শাসক। জেলার চারপাশে বাংলাদেশ সীমান্ত থাকায় চিন্তা আরও বাড়িয়েছে। বিএসএফের সাহায্যে মহদিপুর সীমান্ত সহ বিভিন্ন সীমান্তে কাজ করছে মেডিক্যাল টিম। ওপার থেকে আসা ব্যক্তিদের শরীর পরীক্ষা করা হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.


উদবেগের মধ্যে জেলা স্বাস্থ্য দফতর। আগেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি আটটি বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সাতজনকে ভর্তি করা হয়েছে। যা চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দফতরইকে।শুক্রবার জরুরী ভিত্তিতে জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করা হয়। এরপরেই ঝড়ের বেগে নতুন আরও একটি আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। আগামী সোমবার থেকেই মালদা মেডিক্যালের নতুন সুপার স্পেশালিটি একটি বিভাগের নিচ তলায় নব নির্মিত একটি বিশাল ঘরে ৫০ বেডের আরও একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে করোনার জন্যেই। সেখানে মহিলাদের জন্যে থাকছে ১৫ টি ও পুরুষদের জন্য থাকছে ৩৫ টি বেড। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের বিশেষ দল এই ওয়ার্ডের তত্ত্বাবধানে থাকছেন। জানা গেছে, আক্রান্ত সন্দেহে যে সাতজন চিকিৎসাধীন তারা সকলেই মালদা শহরেরই বাসিন্দা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.