বাঁকুড়া, ১১ মার্চ :- এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর গ্রামে। মৃতের নাম শিবু মুর্ম্মু (৪০)। স্থানীয় সূত্রে খবর, শিবু মুর্ম্মু নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবার ও গ্রামের লোকজন ঐদিন রাতভর খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। বুধবার সকালে গ্রামের মাঠে ঐ যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারাই মৃত শিবু মুর্ম্মুর পরিবারের লোকেদের খবর দেন। পরে গ্রামে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতের দিদি রাসমনী কিস্কু বলেন, ভাই প্রায় মদ খেতো। মঙ্গলবার থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। ঐদিন বাড়িতে কোন অশান্তি হয়নি দাবী করে তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ তারা জানেন না। পুলিশের পক্ষ থেকেও এবিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।