কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম বেড়ে যাচ্ছে। মুরগির মাংসের দাম হুহু করে কমছে । এনফোর্সমেন্ট বিভাগকে এই বিষয়টি দেখতে নির্দেশ দেয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কোন কারণ নেই বলে তিনি আজ পুনরায় রাজ্যবাসীকে আশ্বস্ত করেন।
এদিকে দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এরাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ রাজ্যের পরিস্থিতি এবং করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। মুখ্য সচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে প্রতিনিধিত্ব করে।