হাওড়া,১০ মার্চ :- অ্যাপ-নির্ভর ক্যাব গাড়িতে নিজের দামি ল্যাপটপ ফেলে নেমে গিয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা এক যাত্রী। ঘটনাটি ঘটেছিল গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ১ মার্চ প্রবীণ যাদব নামের ওই ক্যাব যাত্রী হাওড়ার শিবপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই গাড়ির নম্বর খুঁজে বের করে। চালকের সঙ্গে যোগাযোগ করে তাকে থানায় ডাকা হয়। উদ্ধার হয় ল্যাপটপ। এরপর সোমবার দোলের দিন প্রবীণবাবুর হাতে পুলিশ তাঁর হারিয়ে যাওয়া ল্যাপটপটি তুলে দেয়। হাওড়া সিটি পুলিশের এই কাজে খুশি রিষড়ার দৃষ্টি অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রবীণ যাদব। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল জবি থমাস বলেন, আমরা তদন্তে নেমে ওই ক্যাব চালকের সঙ্গে যোগাযোগ করি। উদ্ধার হয় ল্যাপটপ। এরপর তা আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।