হাওড়া,৭ মার্চ :- ‘বাংলার গর্ব মমতা’ এই কর্মসূচিকে সামনে রেখে পুরভোটের আগে পথে নামতে চলেছে তৃণমূল। এর আগে মধ্য হাওড়ায় এক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হল। শনিবার সকালে হাওড়ার শরৎ সদন ১নং হলে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। মধ্য হাওড়া কেন্দ্রের তরফ থেকে এদিন এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুপ্রীতি চট্টোপাধ্যায়, শেখ ইসলামউদ্দিন লালা, অনুপম ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায় সহ দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন মহঃ সেলিম, মাধবী চট্টোপাধ্যায়, অনুপ্লব ঘোষ, রবি জয়সোয়াল প্রমুখ। অরূপ রায় বলেন, আড়াই মাস ধরে ধাপে ধাপে এই ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি চলবে। এর আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। সামনে পুরসভা নির্বাচন। কর্মীদের কাঁধে কাঁধে মিলিয়ে লড়তে হবে। প্রার্থী কারা হবে দল ঠিক করবে। যিনি দলের প্রার্থী হবেন তিনিই দলীয় প্রতীকে লড়বেন। কর্মীরা দলের প্রার্থীর হয়ে প্রচার করবেন।








