এই মুহূর্তে জেলা

দিনহাটায় বিধায়ক কোটার টাকায় মেলা শববাহী গাড়ির হদিস করতে আরটিআই বিজেপি নেতার।

 

 কোচবিহার,৬ মার্চ:-  বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেওয়া দিনহাটার একটি শববাহী গাড়ির হদিস জানতে মহকুমা শাসকের কাছে তথ্য জানার অধিকার আইনে আবেদন জানালেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত। আজ দিনহাটা মহকুমা শাসকের কাছে ১০ টাকার কোর্ট ফি সহ ওই আবেদনে দীপ্তিমান সেন গুপ্ত। তিনি জানান, ২০০৯ সালে তৎকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক মণ্ডলের উন্নয়ন তহবিল থেকে আর্থিক বরাদ্দ দিয়ে দিনহাটা রেডক্রস সোসাইটিকে একটি শববাহী দেওয়া হয়। পদাধিকার বলে মহকুমা শাসক রেডক্রস সোসাইটির চেয়ারম্যান পদে রয়েছেন। সেই কারণে গাড়িটি কোথায় রয়েছে, তা জানতে চেয়ে বিজেপি নেতা দীপ্তিমান সেন গুপ্তের ওই আবেদন বলে জানা গিয়েছে।

There is no slider selected or the slider was deleted.


দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “ আমরা যতটা জানতে পেরেছি দিনহাটা পুরসভাকে ওই গাড়ি দেওয়া হয়েছে। সেই গাড়ি রঙ ব্যবহার করছে পুরসভা। অথচ সেখানে অশোক মণ্ডলের নাম পর্যন্ত উল্লেখ নেই। এতে কাউকে রাজনৈতিক ভাবে সুবিধা পাইয়ে দিতেই এমনটা করা হচ্ছে বলে আমরা ম্নে করছি। সঠিক তথ্য পাওয়ার পরেই প্রয়োজনে আন্দোলনে নামা হবে।” এক সময় অশোক মণ্ডল তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকলেও পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে যোগদেন। আগামী বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে অশোক মণ্ডলকে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বিজেপি। আর সেই কারণে পুরসভা নির্বাচন থেকেই উদয়ন গুহের উপর চাপ সৃষ্টি করতে বিজেপি যে কোমর বাঁধছে, তা এই তথ্য জানার অধিকার আইনে আবেদন করার ঘটনাতেই পরিষ্কার। তবে ওই ঘটনাকে তৃণমূল কতটা গুরুত্ব দেবে, সেটা ভবিষ্যতই বলে দেবে।

There is no slider selected or the slider was deleted.