হাওড়া,৫ মার্চ:- মালবোঝাই চলন্ত ম্যাটাডোরে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল দ্বিতীয় হুগলী সেতুতে। ম্যাটাডোর থাকা মালপত্র বাঁচাতে এগিয়ে এলেন অপর এক পথচারী। ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে। জানা গেছে, কলকাতার এজরা স্ট্রিট থেকে ইলেকট্রনিক্স গুডস কিনে আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছিলেন দেবকুমার মন্ডল নামের ব্যবসায়ী। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে উঠে টোল প্লাজার কিছুটা আগেই গাড়িটিতে হঠাৎ করে আগুন লাগে। সেই সময় হাওড়ার দিক থেকে মোটরবাইক চালিয়ে কলকাতায় যাচ্ছিলেন মোহম্মদ আসলাম নামের এক ব্যক্তি। তিনি নিজেই এগিয়ে আসেন উদ্ধারকাজে। রাস্তা পার করে তিনি ম্যাটাডোরের ত্রিপল সরিয়ে ম্যাটাডোর থেকে সমস্ত ইলেকট্রিক সামগ্রী রাস্তায় ফেলতে থাকেন। এবং ওই ব্যক্তিই দমকল এবং পুলিশে ফোন করে খবর দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসা ওই ব্যক্তির হস্তক্ষেপে চলন্ত গাড়িতে থাকা পণ্য-সামগ্রীর অধিকাংশই রক্ষা পায় পুড়ে যাওয়ার হাত থেকে।








