এই মুহূর্তে জেলা

ভাঙ্গরে সোনাপট্টি দোকানে ডাকাতির উদ্দেশ্যে এসে নৈশপ্রহরীকে খুনের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করল ভাঙ্গড় থানার পুলিশ।

 

দ:২৪ পরগনা,২ মার্চ:-  গত ২৪ ফেব্রুয়ারিতে ভাঙড় সোনাপট্টিতে সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে এসে নৈশপ্রহরী শহীদ আলী মোল্লাকে খুন করে ডাকাতরা। দুদিনের মধ্যে এই ঘটনার কিনারা করে ভাঙড় থানার পুলিশ। ২৬ ফেব্রুয়ারি ভাঙড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম গোকুল আদক, শিবনাথ আদক ও দিলীপ আদক।। গতকাল রাতে আরো একজনকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। ধৃতের নাম ফিরোজ মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার হারোয়ার রাধানগর এলাকায়। ধৃতকে আজ বাড়ুইপুর আদালতে তোলা হবে।সূত্র মারফত এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুদিনে ভাঙড় সোনাপট্টিতে নৈশপ্রহরী খুনের ঘটনার কিনারা করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল। নৈশ প্রহরীদের বাধা পেয়ে ধরা পড়ার আশঙ্খায় ওই ঘটনা ঘটায়।

There is no slider selected or the slider was deleted.


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে হাওড়ার আমতার বাসিন্দা। তবে বেশ কয়েক মাস ধরে ভাঙড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল। এই দলে আর কতজন ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালায় পুলিশ। ধৃতদের নামে একাধিক অভিযোগ রয়েছে হাওড়া সহ বিভিন্ন থানায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গ্যাস কাটার,লক কাটার সহ ডাকাতি করার সরঞ্জাম। ধৃতদের বারুইপুর আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গতকাল হারোয়া থেকে ফিরোজ মোল্লাকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ভাঙড় সোনাপট্টিতে ডাকাতি করতে এসে নৈশপ্রহরী খুনের ঘটনায় বেশ কয়েকজন জড়িয়ে আছে। তাদের খোঁজ চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.