উঃ২৪পরগনা,২ মার্চ:- গায়ে হ্লুদ হয়ে গেছে। বিয়ে টা শুধু বাকী। কিন্তু মারন এইচ,আই,ভি রোগই বাধা হয়ে দাড়ালো হালিশহরের মান্না এর। কাউকে না জানিয়েই কল্যানীর এক যুবতীর সাথে বিয়ে প্রস্তুতি চলছিল।কিন্তু ওই যুবতী যানতই না তার হবু বর HIV+ রোগে আক্রান্ত। তাকে এই মারন রোগের হাত থেকে বাচালো AIDS আক্রান্ত সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এই বিয়ের খবর পেয়েই সড়াসড়ি তারা মহকুমা শাসকের সাথে যোগাযোগ করে, বীজপুর থানায় চলে আসেন। এরপর পুলিশের সহযোগিতায় তাকে থানায় আটক করে নিয়ে আসে। কাউন্সিলিং এর চেস্টা করেন। বিয়ের কথা স্বীকারও করেন। তবে HIV সংস্থার সভাপতি জানান,খুব অল্প সময়ের মধ্যে দুটি প্রান কে বাচানো গেলো ।যদি যুবতি পজেটিভ হতো তাহলে কোন ভয় ছিলো না। কিন্তু পাত্রি নেগেটিভ তাই এই ক্ষেত্রে দুজনেরই ক্ষতির সম্বাবনা ছিলো। এইচ,আই,ভি র সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।









