এই মুহূর্তে জেলা

বকেয়ার দুই হাজার টাকা না পেয়ে মালিকের চার বছরের ছেলেকে খুন কর্মচারীর।

 

হাওড়া,২ মার্চ:-  বকেয়া ছিল মাত্র দুই হাজার টাকা। সেই টাকা না পেয়ে মালিকের সাড়ে চার বছর বয়সী শিশুপুত্রকে গলায় ধারাল অস্ত্রের সাহায্যে খুন করে পালাল পুরাতন কর্মচারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া বাজারে। মৃত ওই শিশুর নাম মহম্মদ ইমরান। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মহম্মদ সেলিম। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, বাঁকড়া বাজারে চুড়ির ব্যাবসায়ী ইস্তেখানের কাছে কাজ করতেন সেলিম। বর্তমানে তিনি কাজ ছেড়ে দিলেও ইস্তেখানের কাছে মজুরী বাবদ প্রায় কয়েক হাজার টাকা পাওনা ছিল তার‌। মালিক ইস্তেখান সেলিমকে ৬ হাজার টাকা দিয়ে দিলেও বাকি ছিল এখনও ২ হাজার টাকা। অভিযোগ,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                        সোমবার সেলিম বকেয়া ২ হাজার টাকা চাইতে আসলে ইস্তেখান সেই টাকা দিতে অস্বীকার করে। অভিযোগ, তখন সেলিম তাকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেয়। এরপর সেলিম বাড়ির ছাদে ওঠার পর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে ইস্তেখানের শিশুপুত্র ইমরান রক্তাক্ত অবস্থায় ছাদ থেকে নেমে মায়ের কোলে লুটিয়ে পড়ে। তার গলায় ধারাল অস্ত্রের ক্ষতচিহ্ন ছিল। এরপরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.