এই মুহূর্তে জেলা

যাদের হাতে ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে সেই গাড়ি চালকদেরই হাওড়ায় সচেতনতার ক্লাস নিলেন ট্রাফিক পুলিশের কর্তারা।

 

হাওড়া,১ মার্চ:-  শহরের রাস্তায় স্টিয়ারিং হাতে যারা কোনও না কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন এমন গাড়ি চালকদেরই ডেকে সচেতনতার ক্লাস নিলেন হাওড়া সিটি ট্রাফিক পুলিশের কর্তারা। সড়ক দুর্ঘটনা কমাতে আরও একবার ইতিবাচক পদক্ষেপ নিলেন তাঁরা। বিভিন্ন সময় রাস্তায় দুর্ঘটনা ঘটলে কাজ করে পুলিশের ফ্যাটাল সেল।শনিবার হাওড়ার ট্রাফিক হেড কোয়ার্টারে গাড়ি চালকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ট্রাফিক পুলিশের তরফ থেকে অশোকনাথ চট্টোপাধ্যায় জানান, এই অনুষ্ঠানটি হয় হাওড়া সিটি পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অঙ্গ হিসাবে। যে গাড়ির চালকেরা বিভিন্ন সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটিয়েছেন সেই রকম তিরিশ জন গাড়ির চালকদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। স্ক্রিনে তাঁদের দেখানো হয় কিভাবে দুর্ঘটনা ঘটে আর তা এড়াতে কি কি করণীয়। গাড়ি চালানোর জন্য সর্বদা সঙ্গে ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে ও তাঁদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করতে হবে এই পরামর্শও দেওয়া হয় সিটি পুলিশের ফ্যাটাল সেলের পক্ষ থেকে। এই সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত ছিলেন এই টিমের এসিপি ট্রাফিক, ওসি, এসআই সহ অন্যান্যরা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.