এই মুহূর্তে জেলা

অমিত শাহের পদত্যাগের দাবীতে বাম-কং কর্মীদের মিছিল কোচবিহারে।

কোচবিহার,২৯ ফেব্রুয়ারি:-  দিল্লীর অস্থির রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কোচবিহারে ধিক্কার মিছিল সংগঠিত করল বাম ও কংগ্রেস জোট। তাঁদের অভিযোগ কেন্দ্রীয় তুঘলকি আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয়েছে সংঘাত। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনের বেশি হয়ে দাঁড়িয়েছে, এছাড়া ৮০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।এই অবস্থায় হিংসাআ রুখতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে এই হিংসায় উসকানি দিচ্ছে বিজেপি নেতারাই।

There is no slider selected or the slider was deleted.


শনিবার কোচবিহার শহরে জেলায় কংগ্রেস ও বামফ্রন্টের যৌথ উদ্যোগে একটি মিছিল সংগঠিত হয়। এই প্রতিবাদী আন্দোলনে নেতৃত্ব দেন কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি শ্যামল চৌধুরী, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন রায়, জেলার সিপিআইএম সম্পাদক অনন্ত রায়, কোচবিহার পৌরসভার বিরোধী দলনেতা মহানন্দ সাহা, জেলা ফরওয়ার্ড ব্লকের সভাপতি দীপক সরকার প্রমুখ। বাম-কংগ্রেসেরে এই মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবী জানানো হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.