হাওড়া,২৮ ফেব্রুয়ারি:- রূপোর বাট সহ হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জিআরপির একটি দল স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে ওই যুবককে হাতেনাতে ধরে। তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ পিস রূপোর বাট এবং এক কেজি ওজনের রূপোর গয়না। রেল পুলিশ সূত্রে জানা গেছে জিআরপি-র এস আই প্রশান্ত পালের নেতৃত্বে জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপের কর্মীরা আগেভাগেই খবর পেয়ে হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ওত পাতেন। এরপর ট্রেন থেকে নামতেই ওই যুবককে হাতেনাতে ধরা হয়। তার কাছে চকোলেট রঙের কাঁধের ব্যাগ থেকে এই রূপোর বাট এবং রূপোর গয়না উদ্ধার হয়।
ধৃত যুবক এর সাপেক্ষে কোনও ডকুমেন্টস বা কাগজপত্র দেখাতে পারেনি বলে রেল পুলিশ দাবি করেছে। জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সুরজ কুমার (২৯)। বিহারের ছাপড়া জেলার করিমচকে তার বাড়ি। তার কাছ থেকে এই বিপুল পরিমাণ রূপোর সামগ্রী পুলিশ উদ্ধার করে। শুক্রবার দুপুরে তাকে হাওড়া আদালতে তোলা হয়। রেল পুলিশ সূত্রের খবর তিন দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সে এই মাল চোরাই পথে সরবরাহ করছিল। এই পাচার চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। কতদিন ধরে সে এই কারবার চালাচ্ছে তাও জিআরপি তদন্ত করে দেখছে।