হাওড়া,২৭ ফেব্রুয়ারি:- বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশন ইস্যুতে প্রতিবাদে নামল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে মধ্য হাওড়া বিজেপি মন্ডল – ২ এর তরফ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। এদিন যোগমায়া সংলগ্ন সোনার তরী’র সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিল নরসিংহ দত্ত রোড, নেতাজী সুভাষ রোড হয়ে সুরকিকলের সামনে এলে বিশাল পুলিশবাহিনী ওই মিছিল আটকে দেয়। এই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের পাশাপাশি নামানো হয় র্যাফ। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ বিজেপির মহিলা কর্মী সহ বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে।
বিজেপির অভিযোগ, ওই স্টিং অপারেশনে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ককে জড়িত থাকতে দেখা গেছে। উল্লেখ্য ওই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি এই নিয়ে প্রতিবাদে সরব হয়। আজ হাওড়াতে তারা বেশ কয়েক জায়গায় বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভের স্লোগান ছিল অলি গলি মে শোর হ্যায়, মন্ত্রী অরূপ রায় চোর হ্যায়। অন্যদিকে, একই ইস্যুতে এদিন বিজেপি মহিলা মোর্চাও দলের জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।