কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- ভারত-বাংলাদেশ সীমান্তে একটি প্যাঙ্গোলিন সহ চারজন যুবককে আটক করল বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার রাতে বিএসএফ ও বন দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠিতে সীমান্ত এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ চারজনকে আটক করা হয়। ধৃত চারজনকে তাদের স্বাস্থ্যপরীক্ষার জন্য বুধবার ওই চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই প্যাঙ্গোলিনটাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। বিএসএফ ও বনদপ্তরের আধিকারিক সূত্রে জানা যায়, ধৃত ওই চার পাচারকারীদের নাম হল শাহিনুর আলম, জাবেদ আলী, জহিরুল ইসলাম, দিলোয়ার হোসেন। তারা বর্তমান বিএসএফের হেপাজতে নিয়ে যাওয়া হয়ে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পাচারের উদ্দেশ্যেই তারা প্যাঙ্গোলিনটিকে অন্যত্র নিয়ে যাচ্ছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।