এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা দিতে এসে বুকে ব্যথা। অসুস্থ পরীক্ষার্থীকে নিয়ে নার্সিংহোমে ছুটল পুলিশ।

 

হাওড়া,২৪ ফেব্রুয়ারি:-  সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এদিন পরীক্ষা দিতে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে হাওড়ার এক ছাত্র। পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়া ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে পুলিশের উদ্যোগে দ্রুত বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এদিন পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন সায়ন্তন লাহা নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী। বুকে প্রচন্ড যন্ত্রণা হতে শুরু হয় তার। জানা গেছে, শিবপুরের প্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা সায়ন্তন হাওড়ার হেরিটেজ অ্যাকাডেমি স্কুলের ছাত্র। তার পরীক্ষার সিট পড়েছিল হাওড়ারই রবীন্দ্র বিদ্যামন্দির হাইস্কুলে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                     এদিন পরীক্ষা চলাকালীন সায়ন্তন অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষকরা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশের তৎপরতায় তাকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের অ্যাম্বুলেন্সেই পুলিশ কর্মীরা তাকে নিয়ে স্থানীয় নবনীড় স্বাস্থ্যকেন্দ্রে যায়। সেখানেই তার চিকিৎসা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষক অসিতকুমার বাছার জানান, পুলিশের ভূমিকার জন্যই ছাত্রটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। পরীক্ষা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই যেভাবে ছাত্রটি যেভাবে অসুস্থ হয়ে পড়ে তাতে আমরাও কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু পুলিশের উদ্যোগেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.