সুদীপ দাস,২২ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় শ্রীরামপুর ফেরী ঘাটের খুদে পড়ুয়া ঋষভ সিংয়ের মৃত্যুর ঘটনায় পুলকার মালিক শেখ শামিম আখতার ও চালক পবিত্র দাসের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করে ছিল পোলবা থানার পুলিশ।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যোগ করার জন্য আদালতের কাছে আবেদন জানাবে হুগলি গ্রামীন পুলিশ।শুক্রবার পুলকার মালিক সামিম কে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ চারদিনের পুলিশ হেপাজতে নেয়।পুলকার চালক পবিত্র দাসের এখনো কল্যানী হাসপাতালে চিকিৎসা চলায় পুলিশ তাঁকে দফায় দফায় জিঞ্জাসাবাদ করলেও গ্রেপ্তার করেনি। যদিও চিকিৎসকেরা তাকে সুস্থ বলে ছুটি দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।পুলিশ জানিয়েছে মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার আবেদন করা হবে।সেক্ষেত্রে কার দোষ বেশি কার কম সেটা মামলার চার্জসিটের দেওয়ার সময়ে উল্লেখ করা হবে।তবে শামিম পবিত্র কে মুখোমুখি বসিয়ে জেরা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে পুলিশ।একইসঙ্গে পুলিশ জানিয়েছে পুলকারের গতিবেগ ছিল অত্যন্ত বেশি।গাড়ির গতিবেগ যাতে বোঝা না যায় তারজন্য গাড়ির গতিবেগ মাপার কাঁটা লক করে দিয়েছিল চালক।এটা গুরুতর অপরাধ। এ দিন হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন, দুর্ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯,৩৩৭,৩৩৮,৩০৮ ধারায় যথাক্রমে বেপোরায়া গাড়ি চালানো,গাড়ি দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে।ছাত্র মৃত্যুর পর আমরা আদালতের কাছে ধৃতদের বিরুদ্ধে ৩০৮ বদলে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার জন্য আবেদন জানাব।
Related Articles
মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা। জগদ্দলের যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মহিলা গ্রেপ্তার।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা। জগদ্দলের যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মহিলা গ্রেপ্তার। মানহানি করার ভয় দেখিয়ে এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বলে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সেই ঘটনার কিনারা করেছে হাওড়া সিটি পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন দৌলত দেবী গুপ্তা নামের অভিযুক্ত […]
নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সেক্টর অফিসারদের সব গাড়িকে জিপিএস ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।
কলকাতা , ৩ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সেক্টর অফিসারদের সব গাড়িকে জিপিএস ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন এইরকম ব্যবস্থা এই বারেই প্রথম। এরফলে বুথের দায়িত্বে থাকা সেক্টর আধিকারিকদের গতিবিধি নিয়ন্ত্রন করা যাবে। আজ পর্যন্ত সি ভিজিল অ্যাপে যে […]
মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী।
মালদা, ২ জুন:- তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী। ইংরেজবাজার থানার মিল্কি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইংরেজবাজার থানার মিলকি এলাকায় অভিযান চালায় এস টি এফ। কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামের বাসিন্দা ইসরাফিল শেখকে গ্রেফতার করে এসটিএফ এর আধিকারিকেরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ৭ এম,এম রিভলবার। […]