সুদীপ দাস,২২ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় শ্রীরামপুর ফেরী ঘাটের খুদে পড়ুয়া ঋষভ সিংয়ের মৃত্যুর ঘটনায় পুলকার মালিক শেখ শামিম আখতার ও চালক পবিত্র দাসের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করে ছিল পোলবা থানার পুলিশ।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যোগ করার জন্য আদালতের কাছে আবেদন জানাবে হুগলি গ্রামীন পুলিশ।শুক্রবার পুলকার মালিক সামিম কে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ চারদিনের পুলিশ হেপাজতে নেয়।পুলকার চালক পবিত্র দাসের এখনো কল্যানী হাসপাতালে চিকিৎসা চলায় পুলিশ তাঁকে দফায় দফায় জিঞ্জাসাবাদ করলেও গ্রেপ্তার করেনি। যদিও চিকিৎসকেরা তাকে সুস্থ বলে ছুটি দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।পুলিশ জানিয়েছে মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার আবেদন করা হবে।সেক্ষেত্রে কার দোষ বেশি কার কম সেটা মামলার চার্জসিটের দেওয়ার সময়ে উল্লেখ করা হবে।তবে শামিম পবিত্র কে মুখোমুখি বসিয়ে জেরা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে পুলিশ।একইসঙ্গে পুলিশ জানিয়েছে পুলকারের গতিবেগ ছিল অত্যন্ত বেশি।গাড়ির গতিবেগ যাতে বোঝা না যায় তারজন্য গাড়ির গতিবেগ মাপার কাঁটা লক করে দিয়েছিল চালক।এটা গুরুতর অপরাধ। এ দিন হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন, দুর্ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯,৩৩৭,৩৩৮,৩০৮ ধারায় যথাক্রমে বেপোরায়া গাড়ি চালানো,গাড়ি দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে।ছাত্র মৃত্যুর পর আমরা আদালতের কাছে ধৃতদের বিরুদ্ধে ৩০৮ বদলে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার জন্য আবেদন জানাব।
Related Articles
প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা।
কলকাতা , ৫ জানুয়ারি:- রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হল। ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন […]
ষষ্ঠ দফার ৮ আসনে ৭৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে।
কলকাতা, ২২ মে:- লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আগামী ২৫শে মে রাজ্যের পাঁচ জেলার ৮ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এ আসন গুলি হল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। লোকসভা নির্বাচনের এই পর্বে ১ কোটি ৪৫ লক্ষ ৩৪ হাজার ২২৮ জন ভোটার ৭৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এই প্রার্থীদের মধ্যে ৭০ […]
আরামবাগের গান্ধী নামে পরিচিত প্রফুল্ল চন্দ্র সেনের শিক্ষকতা নিয়ে নানা ইতিহাস আজও চিরস্মরণীয়।
মহেশ্বর চক্রবর্তী, ৫ সেপ্টেম্বর:- বরনীয় যারা তাদের স্মরন করার, এটাই তো বিশেষ দিন। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এক জন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ – ১৭ই এপ্রিল, ১৯৭৫) তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনকে স্মরন করে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এদিন আরামবাগের গান্ধী নামে পরিচিত […]