সুদীপ দাস,২২ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় শ্রীরামপুর ফেরী ঘাটের খুদে পড়ুয়া ঋষভ সিংয়ের মৃত্যুর ঘটনায় পুলকার মালিক শেখ শামিম আখতার ও চালক পবিত্র দাসের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করে ছিল পোলবা থানার পুলিশ।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যোগ করার জন্য আদালতের কাছে আবেদন জানাবে হুগলি গ্রামীন পুলিশ।শুক্রবার পুলকার মালিক সামিম কে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ চারদিনের পুলিশ হেপাজতে নেয়।পুলকার চালক পবিত্র দাসের এখনো কল্যানী হাসপাতালে চিকিৎসা চলায় পুলিশ তাঁকে দফায় দফায় জিঞ্জাসাবাদ করলেও গ্রেপ্তার করেনি। যদিও চিকিৎসকেরা তাকে সুস্থ বলে ছুটি দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।পুলিশ জানিয়েছে মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার আবেদন করা হবে।সেক্ষেত্রে কার দোষ বেশি কার কম সেটা মামলার চার্জসিটের দেওয়ার সময়ে উল্লেখ করা হবে।তবে শামিম পবিত্র কে মুখোমুখি বসিয়ে জেরা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে পুলিশ।একইসঙ্গে পুলিশ জানিয়েছে পুলকারের গতিবেগ ছিল অত্যন্ত বেশি।গাড়ির গতিবেগ যাতে বোঝা না যায় তারজন্য গাড়ির গতিবেগ মাপার কাঁটা লক করে দিয়েছিল চালক।এটা গুরুতর অপরাধ। এ দিন হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন, দুর্ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯,৩৩৭,৩৩৮,৩০৮ ধারায় যথাক্রমে বেপোরায়া গাড়ি চালানো,গাড়ি দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে।ছাত্র মৃত্যুর পর আমরা আদালতের কাছে ধৃতদের বিরুদ্ধে ৩০৮ বদলে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার জন্য আবেদন জানাব।
Related Articles
বীরভূম জেলায় জয়দেব কেন্দুনি মেলা।
বীরভূম, ১৬ জানুয়ারি:- জয়দেব কেন্দুলী মেলাতে লক্ষাধিক মানুষের সমাগমে মকর সংক্রান্তিতে সকল পুণ্যার্থী একসঙ্গে অজয় নদীতে স্নান করেন এবং মন্দিরে পূজো দেন। এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজয় নদীর পাড়ে বহু সংখ্যক আখড়া এই আগড়াগুলিতে সাধারণত হরিনাম সংকীর্তন ও বাউল গানের আসর বসে। আউল বাউলে মেতে উঠেছে এই জয় দেব কেন্দুলী মেলা। ফুলচাঁদ স্মৃতি […]
ভার্চুয়াল মাধ্যমে হাওড়ার পুজোর উদ্বোধন করলেন মোদী।
হাওড়া , ২২ অক্টোবর:- বৃহস্পতিবার মহাষষ্ঠীর সকালে হাওড়ার ইছাপুরের এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের ১৬তম বর্ষের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান পুজো উদ্যোক্তাদের তরফ থেকে সরাসরি দেখার ব্যবস্থা করা হয়। এদিন পুজো মন্ডপের বাইরে এবং ইছাপুর শিয়ালডাঙা চৌরাস্তা মোড়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনের সরাসরি সম্প্রচার করা হয়। তবে […]
এবার থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট ব্যবহার বাধ্যতামূলক।
কলকাতা, ২৭ জুলাই:- আগামী ১৫ অগাস্ট থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নম্বরপ্লেট ব্য়বহার করা বাদ্ধতামূলক করা হচ্ছে। ধাপে ধাপে সমস্ত গাড়িতেই ওই নম্বর প্লেট লাগাতে হবে। না হলা ১৫ নভেম্বরের পর থেকে জরিমানা করা শুরু হবে। প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা দিতে […]








