উঃ২৪পরগনা, ২১ ফেব্রুয়ারি:- হালিশহর ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন কবিরাজ পাড়া এলাকা থেকে মৌসুমীদের বাড়ি থেকে নারকেল গাছের নিচের জঙ্গলে থেকে উদ্ধার এই বোমা-গুলি। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় নৈহাটি আউটপোস্ট এর পুলিশ গিয়ে বোম গুলি উদ্ধার করে নিয়ে আসে কি কারনে বোনগুলো রাখা হয়েছিল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু এই বোম সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম মুখ খোলেনি পুলিশ।