হাওড়া,২১ ফেব্রুয়ারি:- হাওড়ার বালির কল্যানেশ্বর বাবার মন্দিরে প্রতি বছরই মহাশিবরাত্রির দিন পুণ্যার্থীদের ঢল নামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার মহাশিবরাত্রির সকালে বালির কল্যানেশ্বর মন্দিরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত। তারা মন্দিরে এসে শিবের পুজো দিয়েছেন। কল্যাণেশ্বর বাবার মাথায় বিল্বপত্র এবং গঙ্গাজল দিয়ে তারা পুজো করেছেন। এদিন সকালে পরম্পরা ও রীতি মেনে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বেলুড় মঠের অন্যান্য সন্ন্যাসীরা বালির কল্যানেশ্বর মন্দিরে সেখানে তারা পুষ্পার্ঘ্য নিবেদন করেন। কল্যাণেশ্বর বাবার মাথায় জল ঢেলে সকলের মঙ্গল কামনা করেন।
রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, এটি একটি প্রাচীন মন্দির। বেলুড় মঠ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়েও এই মন্দির ছিল। ঠাকুরের পার্ষদ যারা ছিলেন ওরা সকলেই এই মন্দিরেই এসেছেন। হরগৌরী’কে অর্থাৎ কল্যাণেশ্বর মহাদেবকে পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছে। এই কল্যাণেশ্বর মহাদেবের কৃপায় সমগ্র এই অঞ্চলে এক অদ্ভুত বাতাবরণ রয়েছে। হাওড়া জেলার একটি সংস্কৃতি স্বকীয়তা আছে। শান্তি রয়েছে এখানে। সেটা বাবা কল্যাণেশ্বরের কৃপায়। বাবা কল্যাণেশ্বর সকলকে আশীর্বাদ করছেন। এটাই এই মন্দিরেই বৈশিষ্ট্যতা।