এই মুহূর্তে জেলা

আলোচনায় একমাত্র সমাধানের রাস্তা কারণ এক হাতে তালি বাজে না,জানলেন রাজ্যপাল জগদীপ ধনকার l

 

হুগলি,১৯ ফেব্রুয়ারি:-  এক হাতে তালি বাজে না তার জন্য দুই হাত লাগে তেমনি আলোচনা ছাড়া সমাধান হয় না কারণ তাই অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ! মুখ্যমন্ত্রী এসেছেন , আলোচনা হয়েছেl এতে ভালো হবে রাজ্যেরই জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকারl হুগলির শ্রীরামপুরে শ্রী শংকর জিউ কৃষি কলা শিল্প প্রদর্শনী ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এ কথা তিনি জানান পাশাপাশি তিনি জানান ভারত কাউকে আক্রমণ করেনী কখনো , কাজেই ভারতকে কেউ আক্রমণ করতে এলে বরদাশ্ত করা হবে না একই সাথে তিনি জানান সত্তর বছরে এমন একজন প্রধানমন্ত্রী এসেছেন যিনি প্রথম সারিতে রয়েছেন l

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                         ভারতের অর্থনীতি ক্রমশ নিন্মমুখি ছিল তা এই আমলে ঊর্ধ্বমুখী হচ্ছে l এরই সাথে তিনি বলেন প্রধানমন্ত্রী কোন দলের নয় তিনি ভারতবর্ষের একশো কুড়ি কোটি মানুষের , তাই তাকে সকলকে সমান নজর দিয়ে দেখা উচিত তেমনিই আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল , তাই যে কোনো সমস্যা এলে আলোচনার মাধ্যমেই তা সমাধান করতে হবে l অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও ছিলেন তার স্ত্রী, মেলা কমিটির সদস্যরা এবং বিশিষ্ট ব্যাক্তিরা l

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.