হাওড়া,১৬ ফেব্রুয়ারি:- মোবাইল সহ গ্রেফতার হলো ৩ মোবাইল চোর। গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডোমজুড় থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ শাকির, শেখ বিকি এবং শেখ আকলাব। পুলিশ আরও জানিয়েছে, ডোমজুড়ের এক দোকান থেকে কিছুদিন আগে এক মোবাইল চুরি হয়। সেই চুরির লিখিত অভিযোগ করেন ওই দোকানের মালিক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ডোমজুড় থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডোমজুড় থানা এলাকায় দোতলার মোড় থেকে গ্রেপ্তার হয় তিন দুষ্কতি। পুলিশ এদের কাছ থেকে নটি মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এই দুষ্কর্ম করে আসছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।