মালদা,১৩ ফেব্রুয়ারি:- জমির ভেতর থেকে এক শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী সাহা পাড়া এলাকায়। প্রতিদিনের মতো আজ সকালে স্থানীয় কৃষকরা জমিতে যখন জান। সেই সময় জমির ভেতর থেকে এক শিশু কন্যার কান্নার আওয়াজ শুনতে পান। এবং সেখানে গিয়ে দেখেন এক শিশু কন্যা কান্না করছে। তার শরীরে পোশাক বলতে কিছুই ছিল না। স্থানীয় লোকজন ছুটে আছে তারপর হবিবপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয়।হবিবপুর থানা পুলিশ এসে ওই শিশুকন্যা থেকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডি আর এন আই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুকন্যাটি কে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুকন্যাটি মালদা মেডিকেল কলেজের মাতৃমা ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে ওই শিশুকন্যাটি কিভাবে জমির ভেতরে আসলো। তার তদন্ত শুরু করেছে হরিপুর থানার পুলিশ।
Related Articles
এবার থেকে উচ্চমাধ্যমিকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার বাধ্যতামূলক থাকছে না।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক থাকছে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু […]
গরম থেকে বাঁচতে জলজ ফল ও হালকা খাওয়া-দাওয়ায় ভরসা তৃণমূলের কল্যাণের।
হুগলি, ৬ এপ্রিল:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তিনবারের বিদায়ী সংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় প্রচার করতে আসেন হুগলির কোন্নগরে। হাতিরকুল লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সেই প্রচার এসে থামে কোন্নগর শকুন্তলা কালী মন্দির এর কাছে। শকুন্তলা কালী মন্দিরে পুজো দেন বিদায় সংসদ। সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন অত্যন্ত গরমের মধ্যেও তিনি প্রচার […]
২০ বছর ধরে বেহাল রাস্তার অবস্থা ,নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে গ্রামের মানুষ।
হুগলি , ৯ জানুয়ারি:- ২০ বছর ধরে বেহাল রাস্তার অবস্থা ,নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে গ্রামের মানুষ। পান্ডুয়ার বৈঁচি চারাবাগান থেকে বেড়লা প্রায় দুই কিলোমিটার রাস্তা খানাখন্দে ভর্তি । রাস্তার মোরাম উঠে বেরিয়ে গিয়েছে ইট। দশ-বারোটি গ্রামের মানুষ এই রাস্তায় দিয়েই যাতায়াত করে । স্কুলের ছাত্র-ছাত্রী থেকে বয়স্ক মানুষেরা মাঝেমধ্যেই পড়ে গিয়ে দুর্ঘটনার ঘটে । রাতের […]








