হুগলি,১০ ফেব্রুয়ারি:- অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর(45)। উত্তমবাবু চন্দননগর গোন্দলপাড়া জুটমিল সংলগ্ন টিনবাজারের বাসিন্দা। প্রসঙ্গত বিগত প্রায় দু’বছর ধরে বন্ধ গোন্দলপাড়া জুট মিল। মিলবন্ধের পর থেকেই অর্থনৈতিক অনটনে ভুগছিলেন উত্তম বাবু। এরই মধ্যে গত বছর 29 ডিসেম্বর উত্তম বাবুর মা কৃষাণ দাসী মারা যান। এরপর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছিলেন উত্তম চৌধুরী। তার মধ্যেই অর্শ রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। হলে সেভাবে অন্য কোনো কাজও করতে পারছিলেন না। মাস খানেক আগে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ই এস আই কার্ড থাকলেও টানা দু’বছর কারখানা বন্ধ থাকায় তিনি হাসপাতাকে ইএসআইয়ের কোন সুবিধাই পাননি বলে অভিযোগ। তাই অর্থের অভাবে তিনি সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি।
ফলে বিনা চিকিৎসাতেই উত্তম বাবুর মৃত্যু হয়েছে বলে দাবি উত্তম ভাইপো অভিষেক চৌধুরীর। যদিও চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন বর্মনের বক্তব্য ই এস আই কারখানার ব্যাপার। মা-মাটি-মানুষের সরকার গত বছর উনিশে মে কারখানার দরজা খুলে দিয়েছিল। কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায় যে তারপরই কর্তৃপক্ষের সাথে আলোচনা বর্মনের সাপেক্ষে সুপরিকল্পিতভাবে গত বছর 25শে মে কারখানার দরজা পুনরায় বন্ধ করে দেয়। অন্যদিকে এবিষয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল বলেন তৃণমূলই ভোটের স্বার্থে ওই কারখানা খুলেছিলো ভোট মিটে যেতেই কারখানা বন্ধ করে দিয়েছিলো। রাজ্যের প্রায় ৫৫হাজার কারখানা বন্ধ রয়েছে। ২০২১সালে শ্রমিকরাই তৃণমূল সরকারকে উচ্ছেদ করবে।Related Articles
ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।
হুগলি, ৬ জুলাই:- ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ মাস্টারের বিরুদ্ধে,থানায় অভিযোগ দায়ের। শিক্ষকের শাস্তির দাবীতে সরব অভিভাবকরা। ঘটনা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে। বুধবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ফোরের ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপর লাফালাফি করছিল। সোমনাথ রায় নামে এক ছাত্র শিক্ষক আশিষ আদককে সেবিষয়ে বলতে গেলে শিক্ষক ওই […]
ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্র সহ গ্রেফতার ৪
জলপাইগুড়ি , ৮ নভেম্বর:- গোপন সুত্রের খবরের ভিত্তিতে জটিয়াকালী এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে ডাকাতির ছক ভেস্তে দিয়ে অস্ত্র সহ চার জনকে গ্রেফতার করল। ধৃতদের নাম মহঃরাজাউল, শুভঙ্কর কর্মকার,কুনাল সিনহা ও রহিত রায়। তারা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে কয়েকজন […]
মুখ্যসচিবের মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন রাজ্যের।
কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন জানালো রাজ্য সরকার। বর্তমান মুখ্যসচিবের মেয়াদ তাই আরও ৬ মাস বাড়ানোর জন্য আবেদন জানিয়ে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে৷ লোকসভা নির্বাচন চলাকালিনই অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা৷ আগামী ৩১ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। […]