প্রদীপ সাঁতরা,১০ ফেব্রুয়ারি:- সাউথ পয়েন্ট স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিভাবকরা। এদিন সকালে মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে যান অভিভাবকরা। তারা বলেন প্রতিবছর স্কুলের ফি বৃদ্ধি হচ্ছে। অভিভাবকদের সঙ্গে কথা না বলেই স্কুল ফি বৃদ্ধি করছে। বারবার এই বিষয়ে আমরা স্কুলের কতৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু কথা বলা সম্ভব হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। বাধ্য হয়েই বিগত কয়েকদিন ধরে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছিলাম। কাজ না হওয়ায় অবশেষে আমরা মুখ্যমন্ত্রীর দারস্থ হয়েছি বলে জানিয়েছেন অভিভাবকরা।