হুগলি,১০ ফেব্রুয়ারি:- ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূলের মহিলা কাউন্সিলর।পুলিশ জানিয়েছে মৃতের নাম রমা নাথ (৪৮ ) তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন।সোমবার বেলা বারোটা নাগাদ শ্রীরামপুর ডাউন ২ নম্বর প্লার্টফমে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ দিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমা।ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দিলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শেওড়াফুলি জি আর পি দেহ
ওই ছিন্ন দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।দ্রুত খবরে হাসপাতালেই এক এক করে পৌঁছায় পুরসভার বিভিন্ন কাউন্সিলর এবং শাসক দলের বিভিন্ন নেতানেত্রীরা।হাসপাতালে আসেন জেলা সভাপতি দিলীপ যাদব, তিনি যানান ঘটনাটি খুবই মর্মান্তিক, তবে কেনো তিনি এইরকম করলেন তা স্পষ্ট নয়। তিনি দাবি এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো কারন নেই। কেন তিনি এ রকম করলেন, তা নিয়ে এখনও ধন্ধে পুলিশও। রমাদেবীর দলের কর্মীদের দাবি, রবিবারও তাঁকে স্বাভাবিক দেখেছেন তাঁরা,
এমনকি সকালেও তার কার্যালয়ে কাজ করেছেন তিনি। পারিবারিক কোনও অশান্তির খবরও জানেন না বলে দাবি স্থানীয়তৃণমূল কর্মীদের। তা হলে কেন আত্মহত্যা ? রেল পুলিশের এক তদন্তকারী আধিকারিক বলেন,‘‘এখনও কোনও সুইসাইড নোট আমরা পাইনি। তবে মৃতের ভাইপো জয় নাথ সাংবাদিকদের জানান পারিবারিক সমস্যার কারনে হয়তো তিনি অাত্যহত্যা করেছে।মৃতের আশির উর্ধো মায়ের বার্ধক্য জনিত সমস্যায় অবিবাহিত থেকে কি ভাবে এই সমস্যা সামাল দেবে সেই কারন থেকেও মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষে এই কাজ করলেন। ঘটনার পেছনে রাজনীতির কোনও কারণ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি তদন্তকারীরা।
https://youtu.be/DnQG8cESzC8