হাওড়া,১০ ফেব্রুয়ারি:- প্রায় দুই মাস হতে চললো হাওড়া জুট মিল এখনও বন্ধ। কাজ হারিয়েছেন এখানকার কয়েক হাজার শ্রমিক। অবিলম্বে জুটমিল খোলার দাবিতে গত ৯ তারিখ থেকে টানা চারদিন জুট মিলের শ্রমিকরা মিলের গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এরই মাঝে আজ সকালে জুটমিলের সামনে পথ অবরোধ করেন জুটমিলের ভিতরে থাকা গুদামে পণ্য নিয়ে আসা গাড়িচালক ও কন্ট্রাক্টর মালিকরা। মিল বন্ধ থাকায় এমনিতেই মিলের গেটে অবস্থান বিক্ষোভ চালচ্ছিলেন মিলের শ্রমিকরা। এর জেরে সোমবার সকাল থেকে মিলের ভাড়া দেওয়া গুদামগুলিতে যাওয়ার পথে মিলগেটের সামনে আটকে দেওয়া হয় গুদামগুলিতে পন্য নিয়ে আসা গাড়িগুলিকে। তার জেরেই সেইসব গাড়ির কর্মী ও গোডাউনের কন্ট্রাক্টররা এদিন ফোরশোর রোড অবরোধ করেন। ওই জুট মিলের ভিতর যেসব ছোট ছোট গোডাউন আছে তার কন্ট্রাক্টর মালিক ও গাড়িচালকরা এদিন জুটমিলে ঢুকতে গেলে অবস্থান-বিক্ষোভে বসে থাকা শ্রমিকরা তাদের ভিতরে বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে চরম বচসা শুরু হয়। এরপর ওই জুটমিলের গোডাউনের কন্ট্রাক্টর মালিক ও পণ্য নিয়ে আসা গাড়িচালকরা ঘটনার প্রতিবাদে জুট মিলের সামনে রাস্তা অবরোধ শুরু করে দেন।
বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে ফোরশোর রোডের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা অবরোধকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয়। এই নিয়ে সোমবার সকালে হাওড়া জুট মিলের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুটমিলের শ্রমিকদের বক্তব্য, গত ৯ ডিসেম্বর থেকে টানা বন্ধ রয়েছে হাওড়া জুটমিল। বারবার মালিক কর্তৃপক্ষ থেকে শুরু করে সরকার পক্ষ সকলকে জানিয়েও কোনও আলোচনা বৈঠক হচ্ছে না। এরফলে তারা গত দু’মাস ধরে কর্মহীন হয়ে রয়েছেন। এই অবস্থায় অবিলম্বে জুটমিল খোলার দাবিতে গত ৭ফেব্রুয়ারি থেকে তারা জুটমিলের গেটের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এরই মাঝে এদিন উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।