এই মুহূর্তে জেলা

মাঘ পূর্ণিমার মেলা ঘিরে মানুষের ঢল মানিকচকের রাজমহল ঘাটে।

 

মালদা,৯ ফেব্রুয়ারি:- মাঘ পূর্ণিমার মেলা ঘিরে মানুষের ঢল মানিকচকের রাজমহল ঘাট।বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পুণ্যস্নানের জন্য সকাল থেকেই এই রাজমহল ঘাটে আসেন।মাঘ পূর্ণিমায় পাপমোচন করে পুন্য লাভের আশায় ছোট থেকে বৃদ্ধ হাজার হাজার মানুষ ডুপ দিলো গঙ্গায়।সারা দেশের সাথে মালদাবাসীও মেতে উঠলো মাঘ পূর্ণিমার পুনস্নানে। মালদা সদর সহর থেকে ৩০ কিমি দূরে অবস্থিত মানিকচকের রাজমহল ঘটে।জেলা সহ পার্শবর্তী জেলা এমনকি পার্স রাজ্য থেকেও মানুষ এদিন মানিকচকের ঘটে উপস্থিত হয়।মাঘ পূর্ণিমার দিনকে মাথায় গঙ্গার তীরে প্রতিবছরের মতোই বসেছে বিশাল মেলা।সহপরিবার মিলে গঙ্গায় ডুপ,তারপর গঙ্গার তীরে সহ পরিবারে খাওয়া দাওয়া মেলা ঘুরা।এই বিশাল মেলা ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে।মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন রয়েছে মহিলা পুলিশকর্মীরাও।মহিলাদের সঙ্গে ইফটিচিং দুর্ব্যবহার এড়াতে মোতায়েন করা হয়েছে সাদা পোসাকের মহিলা পুলিশ।মেলা স্থলেই মেডিক্যাল ও পুলিশ ক্যাম্প করা হয়েছে।সাথে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য সুব্যবস্থা করা হয়েছে মেলা কমিটির তরফ থেকে। নদীতে নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশের প্রশাসনের তরফ থেকে লঞ্চ পোর্টের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি।রাতে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও।এদিন দুপুর নাগাদ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে কথা বলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।

There is no slider selected or the slider was deleted.

বিশ্বজিৎ মন্ডল,মালদাঃ মাঘ পূর্ণিমার মেলা ঘিরে মানুষের ঢল মানিকচকের রাজমহল ঘাট।বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পুণ্যস্নানের জন্য সকাল থেকেই এই রাজমহল ঘাটে আসেন।মাঘ পূর্ণিমায় পাপমোচন করে পুন্য লাভের আশায় ছোট থেকে বৃদ্ধ হাজার হাজার মানুষ ডুপ দিলো গঙ্গায়।সারা দেশের সাথে মালদাবাসীও মেতে উঠলো মাঘ পূর্ণিমার পুনস্নানে। মালদা সদর সহর থেকে ৩০ কিমি দূরে অবস্থিত মানিকচকের রাজমহল ঘটে।জেলা সহ পার্শবর্তী জেলা এমনকি পার্স রাজ্য থেকেও মানুষ এদিন মানিকচকের ঘটে উপস্থিত হয়।মাঘ পূর্ণিমার দিনকে মাথায় গঙ্গার তীরে প্রতিবছরের মতোই বসেছে বিশাল মেলা।সহপরিবার মিলে গঙ্গায় ডুপ,তারপর গঙ্গার তীরে সহ পরিবারে খাওয়া দাওয়া মেলা ঘুরা।এই বিশাল মেলা ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে।মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন রয়েছে মহিলা পুলিশকর্মীরাও।মহিলাদের সঙ্গে ইফটিচিং দুর্ব্যবহার এড়াতে মোতায়েন করা হয়েছে সাদা পোসাকের মহিলা পুলিশ।মেলা স্থলেই মেডিক্যাল ও পুলিশ ক্যাম্প করা হয়েছে।সাথে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য সুব্যবস্থা করা হয়েছে মেলা কমিটির তরফ থেকে। নদীতে নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশের প্রশাসনের তরফ থেকে লঞ্চ পোর্টের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি।রাতে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও।এদিন দুপুর নাগাদ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে কথা বলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.