হাওড়া,১০ ফেব্রুয়ারি:- হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রায় অন্যান্য বছর ছিনতাই এবং পকেটমারের বহু অভিযোগ জমা পড়লেও এবছরে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি করেছে সিটি পুলিশ। স্নানযাত্রা উপলক্ষ্যে ব্যাপক পুলিশি নিরাপত্তায় খুশি পুণ্যার্থীরাও। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে মিশে থাকা চারজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। হাওড়ার সালকিয়ায় প্রত্যেক বছর এই শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষ্যে কয়েক লক্ষ লোকের সমাগম হয়। সেই ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় হয় দুষ্কৃতীরা। মোবাইল ফোন চুরি, মহিলাদের হার ছিনতাই, এবং পকেটমারির অসংখ্য অভিযোগ প্রত্যেক বছর জমা পড়ে স্থানীয় মালিপাঁচঘড়া থানায়। ওই থানা সূত্রে জানা গেছে রবিবার বিকেল পর্যন্ত এই ধরনের একটিও অভিযোগ এবার জমা পড়েনি। এই বছরে মানুষের ভীড়ে মিশে ছিলেন প্রচুর পুলিশ কর্মী।
সারা রাস্তায় লাগানো ১০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লাগাতার নজরদারি চালানোর পাশাপাশি দুটি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারির কাজ চালায় পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার সদর প্রিয়ব্রত রায় জানান, চারজনের একটি দলকে সন্দেহের বশে আটক করা হয়েছে। হাওড়া এসি মার্কেটের কাছে একটি কন্ট্রোল রুম করা হয়। সেখান থেকে সিঙ্গেল ওয়্যার সিস্টেমের মাধ্যমে ১৫০টি মাইকের সাহায্যে ভীড় নিয়ন্ত্রণের কাজ চালানো হয়। ২০০ জন স্বেচ্ছাসেবক ভীড় নিয়ন্ত্রণের কাজ করেন। শনিবার স্নানযাত্রার দিনে পরিবারের সাথে থাকা ৫টি শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই পাঁচ শিশুকে উদ্ধার করেন ভীড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। সিঙ্গেল ওয়্যার সিস্টেমের মাইকের সাহায্যে হারিয়ে যাওয়া শিশুদের পরিজনদের সাথে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণ নিয়ে শিশুদেরকে তাদের প্রিয়জনদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এই বছরের বিশেষ পুলিশি ব্যবস্থার প্রশংসা করেছেন।