উঃ২৪পরগনা,৬ ফেব্রুয়ারি:– দেড়িতে হলেও শুক্রবার সকাল থেকে পেট্রাপোল বন্ধরে পৌছাল মেডিকেল টিম। খোলা হয়েছে করোনাভাইরাস হেল্প ডেস্ক। বাংলাদেশ থেকে আসা প্রতিটি যাত্রীকে পরিক্ষা করে দেখা হচ্ছে কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা। এদিন যাত্রীদের মধ্যেও সচেতনতার দেখা মিলেছে। বাংলাদেশ থেকে আসা প্রায় প্রতিটি যাত্রীকে মুখে মাক্স পরে আসতে দেখা গিয়েছে। যার থেকে স্পষ্ট পেট্রাপোল সীমান্তে কতটা করোনা আতঙ্ক গ্রাস করেছে।






