এই মুহূর্তে জেলা

সাতসকালে হাওড়ায় স্কুলবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। জখম পড়ুয়া সহ বেশ কয়েকজন।

 

হাওড়া,৬ ফেব্রুয়ারি:- আজ সকাল সাড়ে আটটা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোড এবং বাইপাস ক্রসিংয়ে স্কুল বাস ও পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০-১২ জন আহত হয়। আহতদের মধ্যে একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে বলে জানা গেছে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। স্কুল বাসের নিচে আরেকটি বুলেট গাড়ি চাপা পড়ে। তবে বাইক আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দোকান ভেঙে ঢুকে যায় গাড়িটি। দুর্ঘটনা প্রসঙ্গে বিকাশ জয়সোয়াল বলেন, আমি নিজের মেয়েকে স্কুলে ছেড়ে গাড়িটা যখন স্ট্যান্ড করেছি তখন একটা বিকট শব্দ হয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                      আমি ভয়েতে বাইকটা ছেড়ে পাশের দোকানে চলে আসি। তখন স্কুল বাসটা এসে সজোরে বাইকে ধাক্কা মারল। এরপর দোকানের ভিতর ঢুকে যায়। দোকানের শার্টার ভেঙে যায়। রামপুর হাওড়া রুটের বাস হাওড়ার দিকে আসছিল। স্কুলবাসটি হাওড়ার দিক থেকে বাইপাসে স্কুলের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষ হয়। স্কুলের বাসে ছাত্রছাত্রীরা ছিল। ম্যাডামরা ছিলেন। সকলেই অল্পবিস্তর চোট পায়। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে আনা হয়। স্কুলবাসের চালকও জখম হয়েছেন। আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। বাইক ও দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.