মালদা,৫ ফেব্রুয়ারি:- চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবকের দুটি পা এবং একটি হাত কাটা পড়লো।ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদা জেলার ইংলিশ বাজার থানা রথবাড়ি বুড়াবুড়ি তলার সংলগ্ন এলাকায়। আহত ওই যুবকের নাম ইসলাম শেখ (৩০)। বাড়ি ইংরেজবাজার থানার খাসকোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় কর্মসূত্রে ভিন রাজ্যে সুরাটে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল গত দু’মাস আগে। আজকে বাড়ি ফিরছিলেন ট্রেনে করে। আজ সকাল ন’টা নাগাদ বাড়ি এলাকায় যখন ট্রেনটি পৌঁছায় তখন সে চলন্ত ট্রেন থেকে নামতে যায়।
সেই সময় হঠাৎই সে পাশে পড়ে যায় রেল লাইনের মধ্যে।এরপর সেখানে তার দুটি পা এবং একটি হাত কাটা পড়ে যায়। ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। পরে পরিবারের লোক কে খবর দেওয়া হয়। খবর পেয়েমালদা মেডিকেল কলেজে ছুটে আসেন তাঁর পরিবারের লোকেরা।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা কলকাতা যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিবারকে।







