এই মুহূর্তে জেলা

ফাঁসিদেওয়ার রুপবান্তি এক্কা ১৪ বছর পড় ফিরে পেল তার পরিবারকে।

 

দার্জিলিং,৪ ফেব্রুয়ারি:- দীর্ঘ ১৪ বছর নিখোঁজ থাকার পর অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ছোট হেলাগছের মেয়ে রুপবান্তি এক্কা বাড়িতে ফিরে এল। এই ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়া গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে ৭ বছর বয়সে শিলিগুড়িতে দিদির বাড়িতে থাকাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। এরপর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ রুপবান্তিকে উদ্ধার করে জলপাইগুড়ির হোমে পাঠিয়ে দেয়। এরপর সেখানে থাকাকালীন জলপাইগুড়িতে সোনালী হাই স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে ১৮ বছর বয়সে সেখান থেকে বেরিয়ে আসে। জলপইগুড়িতে রীনা দাস ও গৌতম দাস নামে এক দম্পতির বাড়িতে কর্মরত অবস্থায়, তাদের সহযোগিতায় সম্প্রতি বাড়িতে ফিরে আসে। প্রায় ১৪ বছর পর বাড়ি ফিরে রুপবান্তির পরিবার সকলেই খুশি তার মা জানিয়েছেন মেয়েকে ফিরে পেয়ে তিনি খুব খুশি। অন্যদিকে রুপবান্তিও পরিবারকে পেয়ে ভীষণ খুশি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.