এই মুহূর্তে জেলা

ব্যাংক ধর্মঘটের প্রভাব পরেছে কোচবিহার বাজারে।

 

 কোচবিহার,১ ফেব্রুয়ারি:- ব্যাংক ধর্মঘটের প্রভাব পরেছে কোচবিহারের বাজারেও। কেন্দ্রীয় বাজেট পেশের দিনেও এভাবে ধর্মঘট হওয়ায় বিভ্রান্ত সাধারণ মানুষেরও। শূন্য পদে কর্মী নিয়োগ ব্যঙ্ক কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ ১২ দফা ভিত্তিতেও ভিন্ন ধর্মীয় ৯টি সংগঠনের আহ্বানে ৪৮ ঘণ্টার এই ব্যঙ্ক ধর্মঘট চলছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যঙ্ক ইউনিয়ানের ধর্মঘটের ফলে কোচবিহার বাজারেও আরও প্রভাব পরেছে বলে দাবী ব্যবসায়ীদের। সরস্বতী পূজার পরেই কার্যত বাজার সুনসান। এই অবস্থায় অধিকাংশ দোকান তালা বন্দী রয়েছে। খোলা দোকান গুলিতে ক্রেতার সংখ্যা কম,তাই দোকানি হাপিত্যেস করে বসে থাকা।

There is no slider selected or the slider was deleted.


কোচবিহারে অন্যতম ব্যবসায়ী রাজু ঘোষ বলেন, টানা দুদিনের ব্যঙ্ক ধর্মঘটের প্রভাব কোচবিহারেও দেখা দিয়েছে। যার ফলে এখন ব্যবসা অনেকটাই মন্দা দেখা দিয়েছে।
ব্যঙ্ক কর্মীদের এই ধর্ম ঘট নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই ধর্ম ঘটের প্রভাব পরেছে জন জীবনেও। কেন সরকার কর্মচারীদের কথা শুনবেন না ? এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। ব্যঙ্ক কর্মীদের দাবী গুলি নিয়ে সরকার ও কর্তৃপক্ষ কথা শুনতে না চাওয়ায় তাঁরা ধর্মঘটের পথে যাতে বাধ্য হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.