এই মুহূর্তে জেলা

গাঁজা চাষ আটকাতে যৌথ অভিযান পুলিশ-বিএসএফের, দুইদিনে ৩০০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট।

 কোচবিহার,৩১ জানুয়ারি:- এবার বেআইনি ভাবে চাষ করা গাজা গাছ নষ্ট করতে যৌথ ভাবে অভিযানে নামল পুলিশ ও বিএসএফ। আজ শীতলকুচি থানা এলাকার মাঘপালা ও ভোগডাবরি এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে প্রায় ১০০ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করা হয়। এদিন এই অভিযানে ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভেন্দু মন্ডল, মাথাভাঙার সিআই প্রণব সাউ, শীতলকুচি থানার ওসি কাজল সরকার ও বিএসএফের জওয়ান ও আধিকারিকরা।

There is no slider selected or the slider was deleted.


গতকালও একই ভাবে অভিযান চালিয়ে মাথাভাঙার নিশিগঞ্জ এলাকায় প্রায় ২০০ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করা হয়েছে। এই গাঁজা চাষের অধিকাংশ মানসাই সহ বিভিন্ন নদীর চরে খাসের জমিতে করা হয় বলে আইনগত ভাবে পুলিশ প্রশাসন কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কিন্তু ক্রমশ বেআইনি গাঁজা ও আফিম চাষের পরিমাণ বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে জেলা প্রশাসনের আদকিকারিক ও পুলিশ আধিকারিকদের মধ্যে। আর তাই এবছর টানা অভিযান চালিয়ে বিঘার পর বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করে দিয়েছে পুলিশ। এবার বিএসএফের সাথে যৌথ অভিযানে নেমে ট্রাক্টর দিয়ে গাজার উপড়ে তুলে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.