কোচবিহার,৩১ জানুয়ারি:- সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীরা। তাদের ডাকা ধর্মঘট চলবে আগামি ৪৮ ঘন্টা। যার ফলে ভেঙে পড়তে পারে গোটা দেশের ব্যাংকিং পরিষেবা। ব্যাহত হতে পারে এটিএমও। চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। এরই মধ্যে সমস্যা বাড়িয়ে সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল অল ইণ্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক অফিসার্স ফেডারেশন। আগামী দুদিন সমস্ত পরিষেবা বন্ধ রাখবে তাঁরা। শুক্রবার সকালে কোচবিহার সাগরদীঘির সংলগ্ন স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্যালয়ের সামনে ব্যাঙ্ক কর্মচারীরা বিক্ষোভ দেখান এবং সমস্ত পরিসেবা বন্ধ করে দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁরা সরকারী স্তরে বারবার তাঁদের দাবীদাওয়া জানিয়ে আসছেন ওই ব্যাঙ্ক কর্মচারীরা। কিন্তু তাঁরা বছরের পর বছর বঞ্চনারই শিকার হয়ে চলেছেন। তাই বাধ্য হয়েই তাঁরা এই প্রথম ধাপের দুদিনের ধর্মঘটে পথে হাঁটছেন বলে জানা গিয়েছে। এদিন এবিষয়ে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের পক্ষ থেকে দেবাশিস সেনগুপ্ত জানান, বেতন বৃদ্ধি, অন্যান্য কর্মাশিয়াল ব্যাংক গুলির মতই তাঁদের পেনশন, চাকরী জনিত সুযোগ সুবিধা,সপ্তাহে ৫ দিন কর্মদিবস প্রভৃতি দাবীগুলি পুরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবেই। তিনি আরও জানান, শুক্রবার ও শনিবার এই দুদিন ১২ দফা দাবীতে এই ধর্মঘটের পরও তাঁদের দাবী পূরণ না হলে আগামী মার্চ মাসেও পরপর ৩দিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার সেই আন্দোলনেও কাজ না হলেও এরপর তাঁরা লাগাতার ধর্মঘটের পথেই হাঁটবেন বলে জানান তিনি।