উঃ২৪পরগনা,৩০ জানুয়ারি:- দিলীপ ঘোষ পাগল ও রাজ্যপালের রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন, এক সাংবাদিক সম্মেলনে এরকমই বললেন রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি আরও বলেন পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে উল্টোপাল্টা বকছে দিলীপ ঘোষ। বিজেপি বাংলাকে বেপথে পরিচালিত করছে। বাংলাকে আসামের পরিস্থিতি তৈরী করছে। আমরা তা কোনদিনও করতে দেবো না। আর অন্যদিকে রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন।রাজ্যপাল তার সীমা লঙ্ঘন করছে।রাজ্যপালের উচিত ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া।কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র ছাত্রীদের হাতে ঘেরাও হচ্ছে। এবার পাড়ায় গেলে জনগণ আটকাবে রাজ্যপালকে। রাজ্যপাল নিজেকে হাস্যকৌতুকের জায়গায় নিয়ে যাচ্ছে। সামনেই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা বনগাঁয় তাই নেত্রী আসার আগে বৃহস্পতিবার বিকালে বনগাঁ পৌরসভার মিটিং হলে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতিসভাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বলললেন খাদ্যমন্ত্রী।