কলকাতা,২৮ জানুয়ারি:- এই রাজ্যে কাজ করার অনেক সুযোগ রয়েছে। কাজ করতে চাইলে তা আটকাবে না।” মঙ্গলবার নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর এই কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, রাজ্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা সম্পর্কে জেনেছি। এখন সেগুলো নিয়ে পড়াশোনা করবো। সঙ্গে অভিজিৎ বিনায়ক বলেন, আমারও অনেক ভাবনা আছে রাজ্যের সম্পর্কে।
Related Articles
১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মেটানোর আশ্বাস কেন্দ্রের।
কলকাতা, ৮ নভেম্বর:- একশ দিনের কাজের প্রকল্পে বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আশ্বাস দিয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার আজ নতুন দিল্লিতে একশ দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংযের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানালেন। […]
দীর্ঘ কুড়ি মাস পর কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে।
কলকাতা, ১৫ নভেম্বর:- দীর্ঘ প্রায় কুড়ি মাস পরে কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা করোনা বিধি মেনে যথাযথ সুরক্ষা বিধি মেনে ক্লাস শুরু করবেন বলে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। দীর্ঘদিন পর পড়ুয়াদের স্কুলে ফেরাকে স্মরণীয় করে রাখতে রাজ্যের শিক্ষা দফতর বিশেষ উদ্যোগ নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে […]
এস,এস,কে,এমের উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন সরকারি কর্মীরা।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- এবার মাল্টিসুপারস্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএমের হাইপ্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট থাকতে হবে। জানা যাচ্ছে, আগামী জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হতে পারে। এর ফলে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর। রাজ্যের একমাত্র মাল্টি সুপারস্পেশ্যালিটি হাসপাতালের উডবার্ন […]









