এই মুহূর্তে কলকাতা

নিজের জেলাতেই নিয়োগ শিক্ষকদের,ঘোষণা মুখ্যমন্ত্রীর।

 

প্রদীপ সাঁতরা,২৮ জানুয়ারি:- সরস্বতী পুজোর আগের দিন রাজ্যের শিক্ষকদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে।মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে মমতা বলেন, “আমরা আমাদের শিক্ষক ও ছাত্রদের জন্য গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক। সমাজ ও দেশ গড়তে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ছাত্র-ছাত্রীদের সঠিক পথ দেখিয়েই কালকের নেতাতে পরিণত করেন তাঁরা।”

There is no slider selected or the slider was deleted.

দ্বিতীয় টুইটে মমতা বলেন, “সরস্বতী পুজোর আগের দিন হল আসল সময়, যখন আমরা শিক্ষকদের প্রতি সম্মান জানাতে প-আরি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলায় নিয়োগ করা হবে।”

There is no slider selected or the slider was deleted.

তিন নম্বর টুইটে মমতা জানান কেন এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে শিক্ষরা যেমন তাঁদের পরিবারের দেখভাল করতে পারবেন, সম্পূর্ণ চাপমুক্ত হয়ে কাজ করতে পারবেন, তেমনই দেশগঠনের কাজে আরও সক্রিয় হয়ে উঠতে পারবেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।”

There is no slider selected or the slider was deleted.